সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর ) প্রধান অর্জনসমূহঃ
বিগত ০৩ বছরে চাঁদপুর জেলার বেকারত্ব দূরীকরণে প্রায় ১৪৬১ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষ্যে জনহিতকর উদ্যোগের অংশ হিসেবে ২৮০০ জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে ত্রাণ ও খাদ্য সহায়তা এবং ০১ জন দরিদ্র ও গৃহহীন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে গৃহনির্মাণ এবং অত্র জেলায় আধুনিক মুজিব কর্ণার স্থাপন সম্পন্ন করা হয়েছে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা সৃষ্টি ও করোনা রোগীদের চিকিৎসা সহায়তার জন্য প্রায় ২৮০০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানে প্রায় ৪০০ জন অংগীভূত আনসার এবং বিভিন্ন নির্বাচন ও দূর্গাপূজায় প্রায় ২২৮৩ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে মোতায়েন করা হয়েছে। দূর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ে ১৩৯ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যেমে দক্ষ স্বেচ্ছাসেবী তৈরিসহ ৪০ জন দরিদ্র-অসহায় আনসার-ভিডিপি সদস্যদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অত্র জেলা কার্যালয়ের অফিস ভবনের ৩য় তলা এবং জেলা কমান্ড্যান্টের অফিস কক্ষ সংস্কার কাজ করা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা এলাহি বক্স পাটোয়ারী বীর বিক্রম এর বাড়ি মেরামত ও সংস্কারসহ একটি পাঠাগার নির্মাণ করা হয়েছে, মতলব দক্ষিণ উপজেলায় একটি মডেল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস